Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

আমাদের অর্জনসমূহ ঃ-

১।   রবি/2022-23 মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে  কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ১ টি বোরো প্রদর্শনী  স্থাপন করা হয়েছে। রাজস্ব খাতে 10 টি বোরো, 5 টি ভূট্টা, 50 টি সরিষা, 10 টি পেঁয়াজ, 10 টি রোপা আমন প্রদর্শনী স্থাপন করা হয়েছে।প্রনোদনার আওতায় 200 টি সরিষা, 40 টি ভূট্টা, 80 টি বোরো, 10 টি পেয়াজ ও 50 টি গম প্রদর্শনী স্থাপন করা হয়েছে। 

২। রবি মৌসুমে এই উপজেলায় ডাল, তেল ও অন্যান্য ফসলের পাশাপাশি 1800 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে এবং সার, বীজ ও কীটনাশকের সরবরাহ পর্যাপ্ত ও বাজার মূল্য স্বাভাবিক থাকায় কৃষক সুষম সার ব্যবহার করছে ।

৩। রবি মৌসুমে 1620 হেক্টর ও খরিপ-1 মৌসুমে 2400 হেক্টর জমিতে শাকসবজির আবাদ করা হয়। সার বীজ কীটনাশকসহ কৃষি উপকরন পর্যাপ্ত আছে।

৪। সার, বীজ ও কীটনাশকের ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করায় সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক আছে।

৫। উন্নত কৃষি প্রযুক্তি কৃষকের মাঝে বিস্তৃতি ঘটানোর জন্য যথারীতি কৃষক প্রশিক্ষন কার্যক্রম চলছে।

৬। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসারগন কৃষকদের দোড়গোড়ায় পৌঁছে। তাদের চাহিদা ভিত্তিক উন্নত কৃষি প্রযুক্তির সেবা প্রদান করছে। অধিক উৎপাদন বৃদ্ধির জন্য এবং পোকামাকড় ও রোগবালাই এর হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছে।

৭। যথারীতি গ্রুপ মিটিং, প্রত্যক্ষ সাক্ষাৎ ইত্যাদি ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা ও ব্লক পর্যায় থেকে চাষীদেরকে কৃষি সেবা প্রদান করা হচ্ছে।

৮। মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও ব্যবহার, ফল গাছের পরিচর্যা ও পোকামাকড় রোধে কার্যক্রম, ফলজ বৃক্ষরোপন ও সামাজিক বনায়নে পরিবেশ সুরক্ষায় কৃষি বিভাগ কৃষকদের সেবা প্রদান করে যাচ্ছে।

৯। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং পুষ্টির চাহিদা পুরনের লক্ষ্যে কৃষি বিভাগের কর্মীরা নিরন্তর কাজ করে যাচ্ছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২টি কৃষকের বাজার  এবং বক্তাবলী ইউনিয়নে ২টি  নিরাপদ সবজি গ্রাম স্থাপন করা হয়েছে।

১০। বীজ, সার, সেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও আধুনিক কৃষি কলাকৌশল ব্যাপারে কৃষকদের সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া কৃষি বিভাগ বিভাগীয় ও জাতীয় অন্যান্য কার্যক্রমের দায়িত্ব পালন করে যাচ্ছে ।

 ১১। অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার উদ্দ্যেশ্যে 2022-23 অর্থ  বছরে 247 টি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপন করা হয় এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে 5 হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের 84 টি পরিবারের মাঝে 400 টি ফলের চারা ও 60 কেজি বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে।

১২। সিটি কর্পোরেশন ও বিভিন্ন  ইউনিয়নে 850 টি ছাদবাগানে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।